সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
কী হয় কী হয় পরিস্থিতি। বিশ্ব কাঁপছে করোনা ছোবলে। সেই হামলা চীন থেকে ছড়িয়ে ইউরোপ ও আমেরিকায় মারণঘাতি করোনায় মৃত্যুর মিছিল শুরু করেছে। বাংলাদেশেও এ পর্যন্ত করোনায় মারা গেছে তিনজন। সংখ্যাটি নিতান্ত কম হলেও এর প্রাদূর্ভাব ছড়িয়ে পড়ছে সারা দেশে। জনমনে বিরাজ করছে আতঙ্ক।
কোভিড-১৯ বা করোনা যাই বলি না কেন এটি এমনই ভয়াবহ ভাইরাস যে মৃত্যুর পর মা তার সন্তানের কাছে, সন্তান তার মায়ের কাছেও যেতে পারছে না।
এমন পরিস্থিতিতে দেশের এনজিওগুলো কিন্তু নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। সরকার জনসমাগম রোধে যেখানে সকল প্রকার সভা-সমাবেশ, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুল-কলেজ সরকারি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সেখানে এনজিওয়ালাদের কার্যক্রম নেতিবাচক চোখে দেখছেন বেলকুচি উপজেলার যুব আওয়ামী লীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা।
তিনি তার ফেসবুক ওয়ালে করোনা প্রতিরোধে এনজিওগুলোর কিস্তি উত্তোলন বন্ধের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
তাঁর এ পোস্টটিকে সমর্থন জানিয়ে বিভিন্ন জন তাকে সাধুবাদ জানিয়েছেন। তবে তাঁর এ আহ্বান কতটুকু বাস্তবায়ন হয় বা কবে নাগাদ বাস্তবায়ন হয় -সেটিই এখন দেখার বিষয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment