বাঁশখালীতে আ.লীগের ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

  

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 2 March 2020

demo-image

বাঁশখালীতে আ.লীগের ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

breakingnewsalert2019

একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে চট্টগ্রামের বাঁশখালীতে সংগঠিত সহিংসতার ঘটনায় চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩ জনকে ওয়ারেন্ট জারি করেছে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এর আগে, সোমবার বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের আদালতে শুনানি শেষে এ  আদেশ দেওয়া হয়।
বাদীর আইনজীবী শামসুল ইসলাম চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২০১৮ সালের ২১ ডিসেম্বর চাম্বলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বৈলছড়ি এলাকার হামিদ আলীর পুত্র আবদুর রহমান প্রকাশ মিয়া বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০১৯ সালের ৬ ফেব্রয়ারি সি আর ৪৬/১৯ মামলা দায়ের করেন। আদালত এ মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়।
পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক তদন্ত শেষে গত ২০১৯ সালের ১৪ ডিসেম্বর রিপোর্ট জমা দেন আদালতে। মামলায় ৫ জন আসামি থাকলেও পিবিআই তদন্ত শেষে বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কপিল উদ্দিন এবং কাথরিয়ার জাহাঙ্গীর আলম এর নাম বাদ পড়ে এবং চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরল ইউনিয়নের আমির হোসেন এর পুত্র নুরুল কাদের (৩০) এবং মোহাম্মদ হাসান এর পুত্র শফি আলম (৩২) এর বিরুদ্ধে প্রতিবেদন দেয়।



একুশে মিডিয়া/এমএসমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages

Contact Form

Name

Email *

Message *