মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকার দোহারে উপজেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে, এখনো ব্যাপক দাপটে দোহারের প্রতিটা রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে ইসিবাইক। গতকাল রবিবার (২২ মার্চ) দোহারে ইসিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলেই সেই নির্দেশ না মেনেই প্রায় প্রতিটি রাস্তায় যাত্রী নিয়ে চলাচল করছে চালকেরা।
ইতোমধ্যে উপজেলার ফার্মেসী, কাঁচামাল পণ্য, মুদি দোকান বাদে সব দোকান সাময়িক বন্ধ করতে পারলেও পারছেনা ইসিবাইকে যাত্রীদের চলাচল বন্ধ করতে। যা সম্পূর্ণ ঝুঁকির মধ্যে রয়েছে। একসাথে পাশাপাশি বসে ৪-৫ জন মানুষ একত্রে যাতায়াত করে ইসিবাইকের মাধ্যমে।
দ্রুত ইসিবাইক চলাচল বন্ধ করতে না পারলে দোহারব্যাপী করোনা ভাইরাসে সংক্রমিত হবার ঝুঁকি থেকেই যাবে।এ ব্যপারে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি বন্ধ করা হয়েছে মৈনট ও নারিশা ঘাট দিয়ে যাত্রী পারাপারসহ সকল কার্যক্রম।
ইসিবাইক চলাচল বন্ধ ঘোষণা করার পরেই আদেশ মানছে না চালকেরা। ইসিবাইক চলাচল আদৌ বন্ধ করতে সক্ষম হবে কি প্রশাসন? এমনি প্রশ্ন দোহারবাসীর মনে!
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment