মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম:
চট্টগ্রামের বাঁশখালীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জন গ্রেপ্তার।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার এস.আই ফিরোজ আহমদ মোল্লা ও সঙ্গীয় ফোর্সসহ এক অভিযান দল গত ১৬ মার্চ রাত সোয়া ৮ টার দিকে বাঁশখালী প্রধান সড়ক প্রেমবাজার এলাকায় তল্লাশি চালিয়ে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও দুই মাদক পাছারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হন অভিযান দল।
গ্রেপ্তারকৃত আসামী হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন ৩নং ওয়ার্ড কালা সিকদার পাড়ার মৃত কবির হোসের ছেলে রাশেদ হোসাইন (৪২) ও চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বাসিন্দ বর্তমানে কক্সবাজার সদর ৭১ থানা রোড. ৪র্থ বিল্ডিং এ বসবাসকৃত মৃত শামশুল আলম ও আমাতুন নুর বেগমের ছেলে মোঃ আজিম উদ্দিন খান (৪৫)।
বাঁশখালী থানার মামলা নং-২০ তারিখ- ১৭/০৩/২০২০খ্রি: ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিলের ১০(খ) মূলে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment