করোনা ভাইরাসকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাঁশখালী উপজেলা কালীপুর ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ দোকানে পণ্যের মূল্য তালিকা ঝুলানোর নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে কালীপুর ইউনিয়নস্থ সদর আমিন হাট, রামদাশ মুন্সির হাট, খাসমহল বাজার সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের নোটিশ প্রদান ও ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ দোকানে পণ্যের মূল্য তালিকা ঝুলানোর নির্দেশ দেন কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম।
এসময় উপস্থিত ছিলেন, কালীপুর ইউপি সদস্য আনোয়ার আজিম, ফিরোজ তালুকদার, আবুল কালাম, নুরুল মোস্তাফা, নুরুল ইসলাম, সানন্দা রুদ্র, সাংবাদিক মোহাম্মদ ছৈয়দুল আলম, যুবলীগ নেতা ছিদ্দিক, গুনাগরী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দীন সহ ইউনিয়নের গ্রাম পুলিশগণ ও স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গগণ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment