কমিল্লায় করোনায় আক্রান্তদের সেবায় প্রস্তুত জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 24 March 2020

কমিল্লায় করোনায় আক্রান্তদের সেবায় প্রস্তুত জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম


এম এ হাসান, কুমিল্লা:


চলমান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়াদের তাৎক্ষণিকভাবে দ্রুত চিকিৎসা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কুমিল্লা জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম প্রস্তুত বলে জানিয়েছেন  কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জামেরী হাসান।তিনি জানান করোনা সংক্রমন সংক্রান্ত যে কোন বিষয়ে কুইক রেসপন্স করার প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা জেলা প্রশাসন।
জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের দ্রুত চিকিৎসা সহ সার্বক্ষনিক পরিস্থিতি মনিটরিং করবে কুইক রেসপন্স টিম।আমাদের যে পরিমান ব্যক্তিগত নিরাপদ সরঞ্জামি (পিপিই) প্রয়োজন এ মুহুর্তে তা শতভাগ নেই।
সরকার জানতে চেয়েছে আমাদের কি পরিমান পিপিই প্রয়োজন,আমরা সে হিসেবে জানিয়ে দিয়েছি। তবে এ মুহুর্তে করোনা পরিস্থিতি সামাল দিতে আমরা স্থানীয়ভাবে পিপিই সংগ্রহ করেছি।
সে অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি আগামী দু একদিনের মধ্যে আমাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সরঞ্জামাদি এসে পৌঁছাবে।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃআবুল ফজল মীর জানান, করোনা প্রতিরোধে আমাদের প্রচার প্রচারনা, বাজার মনিটরিংসহ সামগ্রিক কার্যক্রম অব্যাহত আছে।  তিনি আরো জানান,গত ১ মার্চ থেকে ১৯মার্চ পর্যন্ত ১৫ সহস্রাধিক প্রবাসী কুমিল্লায় এসেছে।
এখন পর্যন্ত কেউ আক্রান্ত হবার খবর পাইনি। ৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সবার ফলাফল নেগেটিভ আসছে। আমরা প্রবাসীসহ দেশে অবস্থান করা সবার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি।
প্রশাসন করোনা মোকাবেলায় প্রস্তুত। তবে আমাদের প্রস্তুতি তখনি সফল হবে যখন জেলাবাসী আমাদেরকে শতভাগ সহযোগীতা করবে। জেলাবাসী যত বেশী সচেতন হবে করোনার প্রভাব ততই কম হবে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages