একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মানুষের নিরাপত্তা প্রদানের লক্ষে প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পাতিবার উপজেলা জুড়ে এ অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রিট তাপস শীল, এসপি সার্কেল (ছাতক-দোয়ারা) বিল্লাল আহমদ, ছাতক থানার ওসি মোস্কফা কামাল।
গতকাল বুধবার দিবাগত রাত ও আজ বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলা সদর, গোবিন্দগঞ্জ পয়েন্ট, ধারন বাজার, জাউয়াবাজারসহ উপজেলার প্রায় সকল হাট-বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য,কাঁচা বাজার ও ফার্মেসি ছাড়া সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। চা স্টলে ও যত্রতত্র আড্ডা না দিয়ে নিজ নিজ বাড়িতে নিরাপদে থাকার জন্য অভিযানে লোকজনকে আহবান জানানো হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment