মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
দিল্লিতে মুসলমানদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের গণহত্যা, নির্যাতন ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে ভোলা জেলা শহরে সোমবার মুসলিম ঐক্য পরিষদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের মূখপাত্র মাওলানা মুহা. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদার।
Add caption |
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী আহমদ উল্লাহ্,আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়ত হোসেন,আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী,আলহাজ্ব মাওলানা তাজউদ্দিন ফারুকী,সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ মোবাশ্বিরুল হক নাঈম,সহ-সম্পাদক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, মাওলানা মোঃ আকতার হোসেন প্রমূখ।
বক্তরা বলেন, হত্যা, নির্যাতন ও মসজিদে আগুন দেয়ার মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদীরা দেড় শ' কোটি মুসলমানের হৃদয়ে আগুন দিয়েছে।
তারা আরো বলেন, ভারত স্বাধীন হয়েছিল মুসলমানদের রক্তের বিনিময়ে। ৯২ হাজারের মধ্যে ৬৫ হাজার মুসলমান জীবন দিয়ে ভারতকে স্বাধীন করেছিল। অথচ আজ দিল্লিতে সেই মুসলমানদের ওপর নির্যাতন চলছে, পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। সেখানে কোনো নিরাপত্তা নেই। মুসলমানদের রক্ত নিয়ে হোলি অব্যাহত রাখলে ভারত ভেঙে খান খান হয়ে যাবে।
সাম্প্রতিক সময়ে চীন থেকে ভারতের শিক্ষা নেয়া উচিত মন্তব্য করে মুসলিম ঐক্য পরিষদের
নেতা বলেন, মুসলমানদের উপর হামলা বন্ধ না করলে দেড় শ' কোটি মুসলমান সারাবিশ্ব থেকে ভারতকে বিচ্ছিন্ন করে দিবে।
বিক্ষোভ সমাবেশ শেষে আগামী ৬ মার্চ সারা বাংলাদেশে ডাকা বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment