ফেসবুক লাইভে ‘দোয়া-মোনাজাত’ করেন আল্লামা শাহ আহমদ শফী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 30 March 2020

ফেসবুক লাইভে ‘দোয়া-মোনাজাত’ করেন আল্লামা শাহ আহমদ শফী


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
করোনাভাইরাসসহ সব গজব ও রোগ থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী।<:একুশে মিডিয়া:>
সোমবার দুপুর ২টায় হেফাজত আমীরের কার্যালয়ে হাটহাজারী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত করা হয়।<:একুশে মিডিয়া:>
দোয়া ও মোনাজাত দারুল উলুম হাটহাজারীর অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।<:একুশে মিডিয়া:>
বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ-বিদেশের শত শত মানুষ স্ব-স্ব স্থান থেকে ফেসবুক লাইভের মাধ্যমে যুক্ত হন।<:একুশে মিডিয়া:>
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আনাস মাদানীর সঞ্চালনায় শুরু হওয়া মুনাজাতে আল্লামা শফী বলেন, হে আল্লাহ, পুরো বিশ্ব থেকে করোনাভাইরাস উঠিয়ে নাও।<:একুশে মিডিয়া:>
আমাদেরকে সব গজব ও বালা-মুসিবত থেকে হেফাজত করুন। আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের সব গুনাহ মাফ করে দিন। আমাদের সব সমস্যা সমাধান করে দিন।<:একুশে মিডিয়া:>



একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages