ছাতকে পরীবিক্ষণ বিষয়ক সঞ্জীবনী কর্মশালা অনুষ্টিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 13 March 2020

ছাতকে পরীবিক্ষণ বিষয়ক সঞ্জীবনী কর্মশালা অনুষ্টিত


একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে  কমিউনিকেশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন ও পরীবিক্ষণ বিষয়ক সঞ্জীবনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্টিত হয়।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসমসির সভাপতিবৃন্দকে নিয়ে দিনব্যাপী অনুষ্টিত কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্মশালার সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মকর্তা জুলকার নাইন, সাংবাদিক আব্দুল আলিম প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব। বক্তারা বলেন, সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে যাচ্ছে। তারা বলেন, একটি টিম ওয়ার্কের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। শিশু শিক্ষা আনন্দমুখর করতে প্রাথমিক বিদ্যালয়গুলোকে আকর্ষনীয়ভাবে সাজানো হচ্ছে ও প্রাথমিক শিক্ষার ভিত মজবুত ও শিশুর মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে কমিউনিকেশন আরো জোরদার করার পরামর্শ দেন বক্তারা।
কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, হেলালুল ইসলাম, জসিম উদ্দিন, হাসমত আলী, বঙ্কিম চন্দ্র আচার্য্য, সফিকুন নাহার, মুজিবুর রহমান, সামছুল ইসলাম, মাওলানা ফিরোজ আহমদ, জয়নাল আবেদীন, বশির উদ্দিন, চন্দন চন্দ্র পাল, মোস্তাক হোসেন, আনোয়ার হোসেন, জুলহাস উদ্দিন, মকসুদ আহমদ, এসএমসির সভাপতি আব্দুল আউয়াল, আওলাদ হোসেন, আব্দুল আলিম চৌধুরী বজলু, লিয়াকত আলী, জুনেদ আহমদ, শিপলু আহমদ, পরিচালনা কমিটির সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages