জাহিরুল মিলন, যশোর:
যশোরের বেনাপোলে কাস্টমস কর্মকর্তা পরিচয়দানকারীকে ৪ ভুয়া ব্যক্তিকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ৮ টার সময় বেনাপোল স্থলবন্দরের ২নং গেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতার ভুয়া কাস্টমস কর্মকর্তা আক্তার ফারুক (৪২) চাঁদপুর জেলার মৃত রফিকুল ইসলামের ছেলে, মিনার মিয়া (৪২) নরসিংদী জেলার মৃত আবুল হাশেমের ছেলে, নজরুল (৪২) শরীয়তপুর জেলার আব্দুল হামিদের ছেলে ও শফিকুর রহমান (৪০) চাঁদপুর জেলার মোহাম্মদ আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আটক ৪ ভুয়া কাস্টমস কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল গ্রেফতার আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment