একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মানবতা সমাজকল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে করোনা ভাইরাস রোধে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাহিরশিমূল, নাগলা বাজার, সরচাপুর, বড়বিলা সহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১১ নং আমতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন আমতৈল ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, তেজগাঁও শিল্পাঞ্চল থানা সেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কালাম আজাদ খোকা প্রমূখ।
কার্যক্রমে মানবতা সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সদস্য মুস্তাফিজুর রহমান, রুহুল আমিন, নয়ন ফকির, ছাব্বির আহাম্মেদ, শাকিল আহাম্মেদ জয়, মেহেদি হাসান সহ অন্যরা অংশ নেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment