মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম:
চট্টগ্রামের বাঁশখালীতে গোয়েন্দা অভিযানে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার।
পুলিশ সূত্র জানা যায়, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার এসআই মো: মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বাঁশখালী থানাধীন পুঁইছড়ি প্রেম বাজার (বাঁশখালী প্রধান সড়ক) এলাকায় অভিযান চালিয়ে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামী হলেন, কক্সবাজার সদর থানার বাহারছড়া ২নং ওয়ার্ড ইকবাল কলোনীর মৃত জামাল মাঝি ও কুলছুম বেগমের ছেলে মোঃ মোবারক হোসেন প্রকাশ রুবেল (২৭)।
আসামী মোঃ মোবারক হোসেন প্রকাশ রুবেল(২৭), পিতা-মৃত জামাল মাঝি, মাতা- কুলছুম বেগম, সাং-নতুন বাহারছড়া, পৌর ০২নং ওয়ার্ড, ইকবাল কলোনী, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে।
বাঁশখালী থানার মামলা নং-১৮ তারিখ- ১৫/০৩/২০২০খ্রি: ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিলের ১০(ক) মূলে গ্রেফতারকৃত আসামীকে চট্টগ্রাম বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment