গোলাপগঞ্জে কোদাল ও বঁটি দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে পশু ছেলে! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 28 March 2020

গোলাপগঞ্জে কোদাল ও বঁটি দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে পশু ছেলে!


একুশে মিডিয়া, সিলেট রিপোর্ট:
সিলেটের গোলাপগঞ্জে কোদাল ও বঁটি দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে আতিকুর রহমান রাহেল (৩৭)। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।<:একুশে মিডিয়া:>
শনিবার ভোরে বড়লেখা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এর আগে ওই ঘাতকের বিরুদ্ধে বাবা হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়।<:একুশে মিডিয়া:>
জানা গেছে, শুক্রবার উপজেলার সুনামপুর গ্রামে কথাকাটাকাটির জেরে পাষণ্ড ছেলে রাহেল তার বাবা আবদুল করিম খান ওরফে ঠাকুর মনাকে উপর্যুপরি বঁটি ও কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে।<:একুশে মিডিয়া:>
এ সময় তার মা মিনারা বেগম (৫০)কেও কুপিয়ে আহত করে। তার মাকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।<:একুশে মিডিয়া:>
ঘটনার পর খুনি রাহেল পালিয়ে যায়। এরপর পুলিশ শনিবার ভোরে বড়লেখা উপজেলার বর্নি গ্রামের সৎপুর গ্রামের তার এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।<:একুশে মিডিয়া:>
গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার লাশ ময়নাতদন্তের পর এলাকায় নিয়ে দাফন করা হয়েছে।<:একুশে মিডিয়া:>




একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages