হোম কোয়ারেন্টিনে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি মাদানী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 22 March 2020

হোম কোয়ারেন্টিনে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি মাদানী


একুশে মিডিয়া,  ময়মনসিংহ প্রতিনিধি:
করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।<:একুশে মিডিয়া:>
হোম কোয়ারেন্টিনে থাকা ময়মনসিংহ (ত্রিশাল) আসনের এমপি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানী এ সব কথা বলে ত্রিশালবাসীকে সচেতন করেছেন।<:একুশে মিডিয়া:>
এমপি মাদানী বলেন, করোনাভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশে এখনও তেমন কিছু হয়নি। তবে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে সবাইকে।<:একুশে মিডিয়া:>
তিনি বলেন, বিদেশ থেকে যারা দেশে এসেছেন তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে (আপনার বাসায় থাকবেন) এই রোগের উপসর্গ দেখা দিলে সরকারের হটলাইনে যোগাযোগ করবেন।<:একুশে মিডিয়া:>
এমপি মাদানী মোবাইল ফোনে  বলেন, উপজেলা প্রশাসনকে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছি।<:একুশে মিডিয়া:>
এ ছাড়া তিনি ত্রিশাল থানা পুলিশ কর্মকর্তাদের করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।<:একুশে মিডিয়া:>
এমপি মাদানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সব নেতাকর্মীকে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও মাইকিং করার নির্দেশনা দিয়েছেন।<:একুশে মিডিয়া:>
মাদানী এমপি বলেন, উমরা পালন শেষে সৌদি আরব থেকে ৮ মার্চ দেশে ফিরে ত্রিশালে নিজ বাসভবনে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছি। কিন্তু ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপজেলা প্রশাসনের অনুরোধে একটি অনুষ্ঠানে উপস্থিত হই। অনুষ্ঠান শেষে আবার হোম কোয়ারেন্টিনে অবস্থান করছি।<:একুশে মিডিয়া:>
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এমপি উপজেলা প্রশাসনের অনুরোধে ১৭ মার্চ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কিন্তু আমাদের হোম কোয়ারেন্টিনের সরকারি নির্দেশনা আমাদের কাছে না আসায় এমপিকে অবগত করতে পারিনি। শারীরিকভাবে এমপি সুস্থ আছেন।<:একুশে মিডিয়া:>





একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages