একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় দুইটি চোরাই মটর সাইকেলসহ ৩ মটর সাইকেল চোরাকারবারি সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে কালিগঞ্জ থানার পুলিশের সহায়তায় কালীগঞ্জের নরেন্দ্রপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে সাহেব আলীকে( ২৮) একটি মোটরসাইকেল সহ আটক করেন মহেশপুর থানার পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর মহেশপুর থানার হাট খালিশপুরের তৈয়ব চৌকিদারের ছেলে জিবরাইল মন্ডলকে( ২০) ও বজরাপুরে খলিল বিশ্বাসের ছেলে আনারুল ইসলামকে ( ৩০) আরো একটা মটরসাইকেল সহ আটক করে।
উদ্ধারকৃত মটর সাইকেল একটি প্লাটিনা ১০০ সি সি নম্বর যশোর হ- ১৫-১৮৮৪। অন্যটি হিরো ইসপিলিন্ডার অন টেষ্ট ।
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মটর সাইকেল চোরাকারবারির তিন সদস্য সহ দুইটি গাড়ি উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment