করোনায় ইতিহাসের পুনরাবৃত্তি, ব্রিটিশ শাসন করছেন দুই ভারতীয় - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 29 March 2020

করোনায় ইতিহাসের পুনরাবৃত্তি, ব্রিটিশ শাসন করছেন দুই ভারতীয়


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
প্রায় ২০০ বছর ভারতবর্ষ শাসন করেছেন ইংরেজরা। এবার সেই ইংরেজদেরই শাসন করছেন দুই ভারতীয় বংশোদ্ভূত। এমনটাই দাবি নেটিজেনদের। তারা বলছেন, নিজেদের পাপের ফল ভোগ করছে ব্রিটিশরা। তাদের চলতে হচ্ছে তথাকথিত ‘নেটিভ ইন্ডিয়ানদের অঙ্গুলিহেলনে।<:একুশে মিডিয়া:>
ব্রিটেনের শাসন ব্যবস্থার মূল দুটি স্তর। প্রথমটি নিয়ন্ত্রণ করেন জনগণ দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা। এটির উপরই মুল দায়িত্বগুলি থাকে। দ্বিতীয় স্তরে আছে বাকিংহাম প্যালেস অর্থাৎ রাজপরিবারের সদস্যরা। এদের পদ সাম্মানিক। কিছু বিশেষ বিষয় ছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেয়।<:একুশে মিডিয়া:>
করোনার জেরে সেই নির্বাচিত সরকারের দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার এক মন্ত্রী কোয়ারেন্টাইনে। অন্যদিকে প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইনিয়ামস এবং মহারানিও আইসোলেশনে। এই পরিস্থিতিতে ব্রিটেনের শাসনের ভার কার্যত পুরোটাই এসে পড়েছে দুই ভারতীয় বংশোদ্ভূতের উপর।<:একুশে মিডিয়া:>
একজন হলেন চ্যান্সেলর অব দ্য এক্সচেকার। ৩৯ বছরের ওই যুবক আবার ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের চেয়ারম্যান এন আর নারায়ণমূর্তির জামাই। অপরজন স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল। যাবতীয় গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে। গুরুত্ব কম নয় ঋষিরও।<:একুশে মিডিয়া:>
দুই ভারতীয় বংশোদ্ভূতকে ব্রিটেনের দণ্ডমুণ্ডের কর্তা বনে যেতে দেখে ভারতীয়রা আপ্লুত। তাদের দাবি, নিজেদের কর্মের ফল পাচ্ছে ব্রিটেন। যে ভারতীয়দের একসময় শোষণ করত, এখন তাদেরই কথা অনুযায়ী চলতে হচ্ছে। কেউ আবার বলছেন, দেখ কেমন লাগে, নিজেদের দেওয়া ওষুধ চেখে দেখতে। নেটদুনিয়ায় ইংরেজদের নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়েছে।<:একুশে মিডিয়া:>


একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages