সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় বেলকুচি উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বেলকুচি আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলণ, পরে বঙ্গবন্ধু স্কয়ারে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলখোশ আলী প্রমানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি থানা অফিসার ইনর্চাজ আনোয়ারুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলকুচি সরকারি কলেজে আলোচনা সভা এবং জম্মশত বার্ষিকী উপলক্ষে সংসদ সদস্য মমিন মন্ডল কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করেন।
পরে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্তার মাগফিরাত কামনায় জন্য বিশেষ মোনাজাত করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment