লালমনিরহাট হাতীবান্ধায় ভিক্ষুক ও প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন: ইউএনও - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 28 March 2020

লালমনিরহাট হাতীবান্ধায় ভিক্ষুক ও প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন: ইউএনও


রেখা মনি, রংপুর: 
লালমনিরহাটের হাতীবান্ধায়  উপজেলায় ভিক্ষুক ও প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে আসছেন ইউএনও সামিউল আমিন ও পিআইও ফেরদৌস আহম্মেদ।
আজ শনিবার সকাল থেকে তারা ওই উপজেলার ৩ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল মিলে একটি প্যাকেট করে বিতরণ করা হচ্ছে।
 এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেনেও হাতীবান্ধার মেডিকেল মোড় এলাকায় রিকশা চালকদের মাঝে ত্রাণ বিতরণ করেন। 
হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শে আমরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছি। কাউকে প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাওয়ার দরকার নেই। যদি কারো বাসায় খাবার সংকট হয় আমরা খবর পেলে নিজেই ত্রাণ দিয়ে আসবো।
স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন আমাদের এ ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করছেন।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages