একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
{লেখক: ফাতেমা আক্তার নওমি}
তাকে নিয়ে বোধহয় অসমাপ্ত গল্পটা
কাল্পনিক চরিত্র দিয়ে সমাপ্ত করে দিয়েছিলাম।
সেই মানুষটা আর ভাবনায় ছিল না
বইয়ের কভার পৃষ্ঠার মতো ছিঁড়ে ফেলেছিলাম তাকে।
ছিল না স্মৃতির অবশিষ্টাংশ।
চিনতে পারি না তাকেও, এটা জীবনের কোন শিরোনামহীন অধ্যায়?
বইয়ের ভিতরটা না পড়লে যেমন চিনতে পারতাম না
এটা কোন বই?
আমি আজকাল বিপরীতে সুখ খুঁজে পাই।
অনেক সুখের বিপরীত কিন্তু দুঃখ,
আবার "মনে রাখার" বিপরীত "ভুলে যাওয়া"
কবিতায় বলি রোদেলা বিকেল।
পাওয়া না পাওয়া ইচ্ছে গুলোকে
মনের মাঝে মিলিয়ে নিই।
যেমন করে সকালের মেঘলা আকাশকে,
আমি তো ঘৃণা ধরে নিয়েছি,
ক্ষুন্নতা চলে এসেছে আমার প্রতি?
খুব রুক্ষভাষী, নির্দয়া আমি?
সরলমনা সুন্দরী ভেবে ভালবেসেছিলে?
তাং-০৩-০৩-২০২০ইং
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment