গাইবান্ধায় করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের লিফলেট বিতরন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 9 March 2020

গাইবান্ধায় করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের লিফলেট বিতরন


একুশে মিডিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
"অপ্রয়োজনীয় জনসমাগম এড়িয়ে চলুন, আতংকিত না হয়ে, আসুন সতর্ক হই" এই প্রতিপাদ্যে- করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক গাইবান্ধা জেলা পুলিশ এর সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে। 
গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে আজ ৯ মার্চ সোমবার দুপুরে শহরের ১ নং ট্রাফিক মোড়ে লিফলেট বিতরনের উদ্বোধন করেন গাইবান্ধা পুলিশ হেডকোয়ার্টার এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল খায়ের। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার, ট্রাফিক পুলিশ ইনচার্জ মো: নূর আলম সিদ্দিক, এসআই হানিফ, কনষ্টেবল মো: রাসেল, পুলিশ সদস্য ও সাংবাদিক সহ অনেকে। 
লিফলেটে তিনটি মুল বিষয়ের সার সংক্ষেপ তুলে ধরে লিফলেটে বলা হয়- করোনা ভাইরাস ছড়ানো সংক্রান্তে বলা হয় মূলত বাতাসের এয়ার ড্রপলেট এর মাধ্যমে। হাচি ও কাশির ফলে। আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে। করোনা ভাইরাসের লক্ষন সংক্রান্তে বলা হয়: সর্দি,কাশি, জ্বর, মাথাব্যথা, গলাব্যথা। মারাত্বক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া। শিশু, বৃদ্ধ, ও কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের নিউমোনিয়া। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় উল্লেখ রয়েছে: এখনো এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় বিস্তাররোধেই প্রতিরোধের উপায়। মাঝে মাঝে সাবান পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, হাচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা। ঠান্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে না মেশা। বন্য জন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা। মাংস ডিম ভালভাবে রান্না করা। মুখে মাক্স ব্যবহার করা যেতে পারে। হাচি কাশি দেওয়ার পর, রোগীর সেবা শুশ্রুষা করার পর, টয়লেট করার পর পশুপাখি কিংবা পশুপাখির মল স্পর্শ করার পর খাবার প্রস্তুত করার আগে ও পরে পরিস্কার করে হাত ধুতে হবে।





একুশে মিডিয়া/এমএএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages