মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা পুলিশের অভিযানে বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক গ্রেফতার।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা পুলিশের এস.আই মোঃ নেছার আহাম্মদ, সঙ্গীয় ফোর্সসহ ৯ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বাঁশখালী থানাধীন পুকুরিয়া ইউনিয়নস্থ তেচ্ছীপাড়া রাস্তার মাথা তৈলারদ্বীপ ব্রীজের দক্ষিণ পাশে বাঁশখালীর প্রধান সড়কে অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাবলেট ইয়াবাসহ গ্রেপ্তারকৃত করতে সক্ষম হন গোয়েন্দা পুলিশের অভিযান দল।
গ্রেপ্তারবৃত আসামীরা হলেন, বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামের মোহাম্মদ ইদ্রিস ও সামশুন্নাহারের ছেলে ইয়ার মোহাম্মদ (২৯) এবং বাঁশখালী উপজেলার কালীপুর গ্রামের আবুল কাশেম ও নুর আয়েশা বেগমের ছেলে মোঃ সাইফুল ইসলাম (১৯)।
তাদের বিরুদ্ধে বাঁশখালী থানার মামলা নং-০৭ তারিখ- ০৯/০৩/২০২০খ্রি: ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিলের ১০(ক) মূলে
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment