জাহিরুল মিলন, জেলা প্রতিনিধি, যশোর:
যশোরের শার্শা হতে তুহিন (৪০) নামে এক ভুয়া ডিবি আটক করেছে বিজিবি।
সোমবার (২ মার্চ) দুপুরে শার্শার কাশিপুর থেকে তাকে গ্রামবাসীরর অভিযোগের ভিত্তিতে আটক করা হয়।
আটক তুহিন যশোর জেলার চৌগাছা থানার বিশ্বাস পাড়া এলাকার আনিছুর রহমানের ছেলে।
৪৯ বিজিবি শালকোনা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম জানান, এলাকাবাসী অভিযোগ করে তুহিন নামে এক ব্যক্তি কাশিপুর এলাকায় নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে।
গ্রামবাসির অভিযোগে বিজিবি সেখানে গিয়ে তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করলে সে ভুয়া প্রমাণিত হয়। তখন তাকে আটক করে শার্শা থানায় সোপর্দ করা হয় ।
এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ডিউটি অফিসার এএসআই রবিউল ইসলাম ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment