একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে ৩০ হাজার ২শত ২৯ জন।<:একুশে মিডিয়া:>
ইতালিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৮৮৯ জনের। করোনার মত আগে কখনও এরকম দুর্যোগের মুখোমুখি হয়নি শিল্প উন্নত এ দেশটি।<:একুশে মিডিয়া:>
মৃত্যুর কড়া নাড়ে প্রতিদিন কারো না কারো দরজার কপটে। কেউ হয় পিতামাতা হারা কেউ হারায় স্বজন। এরইমধ্যে করোনায় বিপর্যস্ত হয়ে পথ চলা বন্ধ করেনি ইতালি সরকার। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ২৩ জন।<:একুশে মিডিয়া:>
অন্যদিকে স্পেনও ক্রমশ মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। একদিনে দেশটিতে প্রাণ হারান ৬৭৪ জন। আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজারের বেশি রোগী।<:একুশে মিডিয়া:>
গুরুতর রোগী রয়েছে ৪ হাজারের বেশি। ইউরোপের মধ্যে এ দুটি দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। তবু আগামীর আশার আলো দেখছে স্থানীয় ও অভিবাসীরা।<:একুশে মিডিয়া:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>
No comments:
Post a Comment