এম এ হাসান, কুমিল্লা:
করোনাভাইরাসের কারণে সব ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করেছেন ঢাকা সেক্টর কমান্ডার্স ফোরামের ঢাকা বিভাগের আইন সম্পাদক ও কুমিল্লার কৃতি সন্তান ব্যারিস্টার সোহারব খান চৌধুরী। তিনি তার ঢাকা ২টি বাড়িতে বসবাসরত ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করেছেন।
এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি লেখেন, তা পাঠকের জন্য তুলে ধরা হলোঃকরোনাভাইরাসে এপর্যন্ত ২ জন মারা গেছে। অনেকেই আক্রান্ত। সময়টা বেশ খারাপ। সারাবিশ্বের একই অবস্থা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না।
অনেকের তো আর্থিক সংকট দেখা দিয়েছে।তবে যতো সংকটই আসুক, তা মোকাবেলায় মানুষের জন্য তো মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমার সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
তাছাড়া করোনাভাইরাসের কারণে দেশের অর্থনীতিতেও প্রভাব পড়ছে।নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির খবরও আসছে।
এসব বিবেচনা করে চলতি মাসে আমার সব ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ করে দিলাম অর্থাৎ আমি ভাড়াটিয়াদের কাছ থেকে মার্চ মাসের ভাড়া নেব না।সাথে সাথে আমি আহবানও জানাচ্ছি সামর্থবানদের মানবতার সেবায় এগিয়ে আসার জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই মহামারি থেকে হেফাজত করুন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment