জাহিরুল মিলন, জেলা প্রতিনিধি, যশোর:
যশোরের বেনাপোল থেকে ১০ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। তবে এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডুবপাড়া মধ্য মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে তারা জানতে পারে যে, ডুবপাড়া মাঠ দিয়ে বিপুল পরিমাণ মাদক যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মাদক ফেলে পালিয়ে যায়। এবং সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাঁজা উদ্ধার করে পোর্ট থানায় রাখা হয়েছে এবং পলাতক মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment