একুশে মিডিয়া, রিপোর্ট:
উপকূল ফাউন্ডেশন
রাজধানী ঢাকাসহ উপকূলের বিভিন্ন জেলায় ফ্রি মাস্ক বিতরণ করেছেন। উপকূল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যন এম. আমীরুল হক পারভেজ চৌধুরী ও এডুএইড এর ব্যবস্থাপনা সম্পাকদ ড. নিজামউদ্দিন জামি করোনা ভাইরাস সচেতনতায় মাস্ক বিতরণের সূচনা করেন।
এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক ইউনিটগুলো নিজ নিজ জেলায় মাস্ক বিতরণ করেন। নোয়াখালী, লক্ষীপুর, ভোলা, বরিশাল, বরগুনাসহ বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবী
সদস্যরা ফ্রি মাস্ক বিতরণে অংশ নেন।। ইউনিটগুলোর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক ইউনিটের সমন্বয়কারী আব্দুল বাসেত শামীম, লক্ষীপুর জেলা
ইউনিটের রিয়াদ, সৈকত নোয়াখালী জেলা রিফত ভোলা ইউনিটের মো: শাহীন, মামুন, রুবেল
চৌধুরী বরগুনা জেলা ইউনিটের মো: ফয়জুল,
রাহাত, কাওসার আলীসহ অন্যানরা।
Add caption |
উপকূল ফাউন্ডেশনের চেয়ারম্যন এম. আমীরুল হক পারভেজ চৌধুরী মানবিক কল্যাণে
যার যার অবস্থান থেকে করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান। সকলকে
সামাজিক দুরত্ব ও নিজ নিজ বাসায় অবস্থান করার অনুরোধ করেন। তিনি আশাবাদ করেন অতি
দ্রূত সকলে সহযোগিতায় সঙ্গনিরোধ পালন করে বাংলাদেশ
করোনা থেকে মুক্ত হবে। বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment