একুশে মিডিয়া ফাইল ফটো |
একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালী ইকোপার্কএলাকায় এক কুঠুরি নির মৃত্যু হয়েছে বুধবার (১১ মার্চ) সকালের পাহাড়ে লাকড়ি কাটতে যায়।
বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের বড়ুয়া পাড়ার রিতা বড়ুায়া (৫০) গভীর পাহাড়ে লাকডির খোজে হাটার সময় পিছন থেকে একটি হাতি আক্রমণকরে সাথে সাথে সে মৃত্যুবরন করে খবর পেয়ে তার আত্মীয় সজনরা এসে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জমান শেখ একুশে মিডিয়াকে বলেন বিষয়টি আমি শুনেছি বনবিভাগ থেকে তার পরিবারকে সহায়তা করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment