‘করোনার টিকা বিক্রি’!! ২ প্রতারককে জুতার মালা পড়িয়ে গণধোলাই: জনতা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 22 March 2020

‘করোনার টিকা বিক্রি’!! ২ প্রতারককে জুতার মালা পড়িয়ে গণধোলাই: জনতা


একুশে মিডিয়া, নারায়ণগঞ্জ রিপোর্ট:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতারণা করে করোনাভাইরাসের টিকা বিক্রির অভিযোগে দুই প্রতারককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোববার (২২ মার্চ) সকালে সোনারগাঁওয় উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় দুই প্রতারককে আটক করে গণধোলাই দিয়ে জুতারমালা পড়িয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনগণ।<:একুশে মিডিয়া:>

সূত্র জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা হরি মন্দিরে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে মাইকিং করা হয়। রোববার (২২ মার্চ) সকালে প্রতারকরা পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে হেপাডাইটিস বি টিকা দিয়ে প্রতি মানুষের কাছ থেকে ২-৫শ’ পর্যন্ত টাকা নিতে শুরু করে।<:একুশে মিডিয়া:>
বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন একত্রিত হয়ে ঢাকার যাত্রাবাড়ির মীর হাজারিবাগের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবজাল হোসেন ও পটুয়াখালীর গোমরাবাড়ির মৃত আব্দুল লতিফ খানের ছেলে বাবুল ইসলামকে আটক করে গণধোলাই দিয়ে জুতার মালা পড়িয়ে তাদের তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে।<:একুশে মিডিয়া:>
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. আহসানউল্লাহ বলেন, এলাকাবাসীর অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছ থেকে বেশ কিছু হেপাডাইটিস বি ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।<:একুশে মিডিয়া:>




একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages