জাহিরুল মিলন, প্রতিনিধি, যশোর:
যশোরের বেনাপোল থেকে ৮ জন গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পরোয়ানা ভুক্ত আসামীরা হলো- বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের জিয়াউর রহমান ও দক্ষিনপাড়ার গোলাম হোসেনের ছেলে কামরুল ইসলাম, ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের আরশাফ আলী ড্রাইভারের মেয়ে মুক্তা বেগম, মৃত: আবু তাহেরের ছেলে টুটুল হোসেন, মৃত আবুল কালামের ছেলে মুকুল হোসেন, কালু বেপারীর ছেলে মোস্তফা বেপারী, দিঘীরপাড় গ্রামের হোসেন আলীর ছেলে মমিনুর রহমান চঞ্চল, বাহাদুরপুর গ্রামের আঃ কাদের মিস্ত্রীর ছেলে আলমগীর হোসেন আলম এবং ছোট আঁচড়া গ্রামের রবিউল ইসলাম।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment