এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লায় বসতবাড়ীর প্রবেশ রাস্তা নিয়ে পূর্বের থাকা বিরোধের জেরে গৃহবন্ধি হয়ে মানবতার জীবন যাপন করছে এক পরিবার।জানা যায় যে
জেলার বরুরা উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পয়ালগাছা গ্রামের মো: হুমায়ুন কবিরের ছেলে এম এইচ তুহিন ও তার পরিবারের সাথে এই ঘটনাটি ঘটে।১৪ই মার্চ শনিবার এবিষয়ে বরুরা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, তুহিন ও তার পরিবার যে বাড়িটি তে থাকে তার একটি মাত্র রাস্তা।
মামলার বিবাদী ও প্রতিবেশি লিয়াকত আলী বাচ্চু সহ তারা তিন ভাই তুহিনের বাড়ির রাস্তার জায়গাটুকু তাদের দাবী করে রাস্তার উপরে রাখা সিমেন্টের স্লেপটি তুলে ফেলে দেয়। এ অবস্থায় তুহিন ও তার পরিবার গৃহবন্ধি হয়ে দিন কাটাচ্ছে।
থানায় অভিযোগ করা হলে তুহিন ও তার পরিবারকে প্রাণনাশের হুমকী দেয় বাচ্চু তার ভাই এমনটি জানায় ভুক্তভোগী তুহিন, এসময় তিনি আরো জানায় রাস্তাটি সরকারি ড্রেনের উপর।
সরকারি অনুদানে ড্রেনের কাজ হয়েছে। এর পর ও বাচ্চু ও তার ভাই জায়গার মালিক দাবী করছে।
এবিষয়ে আলাপকালে বরুরা থানার ওসি সত্যজিৎ বরুয়া জানায়, এসকল বিষয় সামাজিক ভাবে মিমাংসা করা হয়ে থাকে তবে বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment