একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় অ্যাভিগ্যান ওষুধ খুব শিগগিরই অনুমোদন দিতে যাচ্ছে জাপান। জাপানি প্রতিষ্ঠান ফুজিফিল্ম হোল্ডিংস এই ওষুধ প্রস্তুত করে থাকে।<:একুশে মিডিয়া:>
শনিবার দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ফ্লুর বিরুদ্ধে ব্যবহৃত ওষুধ অ্যাভিগ্যান যেন করোনার চিকিৎসায় ব্যবহার করা যায়, সে জন্য সরকার এর পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে।<:একুশে মিডিয়া:>
তিনি বলেন, বেশ কিছু করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় এই ওষুধের কার্যকারিতার লক্ষণ পাওয়া গেছে। ইতোমধ্যেই অনেক দেশ এই ওষুধ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।<:একুশে মিডিয়া:>
শিনজো আবে বলেন, জাপান শিগগিরই অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ক্লিনিক্যাল গবেষণা অব্যাহত রাখবে। শিগগিরই বড় আকারে এই ওষুধ উৎপাদন শুরু হবে।<:একুশে মিডিয়া:>
তিনি আরও বলেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া বা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ভারাক্রান্ত করে ফেলার আগেই দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে জাপানকে।<:একুশে মিডিয়া:>
এর আগে এই ওষুধের সাফল্যের কথা জানিয়েছিলেন চীনা চিকিৎসকরা। তারা বলেছেন, সাধারণত একজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হতে যত সময় লাগে, এই ওষুধ প্রয়োগ করলে তারও আগে রোগী সুস্থ হয়ে ওঠেন।<:একুশে মিডিয়া:>
তবে জাপানি বিশেষজ্ঞরা বলছেন, যেসব রোগীর অবস্থা গুরুতর তাদের বেলায় এই ওষুধ তেমন কাজ করে না।<:একুশে মিডিয়া:>
জাপানে এখন পর্যন্ত এক হাজার ৮৬৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন আরও ১৭৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৪ জন।<:একুশে মিডিয়া:>
এদিকে ইতালিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৫৬ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৭৭৯ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ২১৭ জন।<:একুশে মিডিয়া:>
মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। তবে সোয়া লাখের বেশি কোভিড-১৯ রোগী নিয়ে আক্রান্তের দিক থেকে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিন কয়েক হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছেন।<:একুশে মিডিয়া:>
করোনাভাইরাস মহামারি শুরুর পর শনিবার সবচেয়ে ভয়াবহ দিন পার করেছে স্পেন। এদিন দেশটিতে ৮৩৮ জনের মৃত্যু হয়েছে, যা তাদের জন্য এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সেখানে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৫৩৮ জন মারা গেছেন।<:একুশে মিডিয়া:>
ইরানের করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত মানুষের সংখ্যা ৩৮ হাজার ৩০৯ জনে পৌঁছেছে।<:একুশে মিডিয়া:>
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে আরও ২০৯ জনের প্রাণহানি ঘটেছে। তবে প্রাণহানির এই সংখ্যা শনিবারের চেয়ে সামান্য কম। শনিবার দেশটিতে করোনায় মারা যান অন্তত ২৬০ জন।<:একুশে মিডিয়া:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>
No comments:
Post a Comment