কন্ঠশিল্পী আলম আরা মিনুর স্বামী সুরুকার সেলিম আশরাফ আর নেই - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 1 March 2020

কন্ঠশিল্পী আলম আরা মিনুর স্বামী সুরুকার সেলিম আশরাফ আর নেই


মোঃ জাকির হোসেন, জেলা  প্রতিনিধি:
কন্ঠশিল্পী আরা মিনুর স্বামী সুরকার সেলিম আশরাফ পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলেন না ফেরার দেশে।  রোববার  রাত ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী কণ্ঠশিল্পী আলম আরা মিনু। সেলিম আশরাফ ঢাকা দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামের বাসিন্দা। তিনি  যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা'সহ অনেক জনপ্রিয় গানের সুর দিয়েছেন। এ ছাড়া বেশ কিছু গান শ্রোতামহলে দারুণভাবে সাড়া ফেলে।
জানা যায়, বিগত চার বছর ধরে অসুস্থ ছিলেন এবং গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা বেড়ে যাওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসা নিয়ে বেশ অর্থকষ্টে পড়েছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পাশে দাঁড়ান এবং ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র দেন। তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন সাবিনা ইয়াসমীন, সৈয়দ আব্দুল হাদী ও অসুস্থ শিল্পী এন্ড্রু কিশোর। অবশেষে অসুস্থতার সঙ্গে লড়াই করে তিনি চলেই গেলেন না ফেরার দেশে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages