যুক্তরাজ্যে ‘করোনাভাইরাসে’ মৃতের সংখ্যা এক হাজার ছাড়াল - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 28 March 2020

যুক্তরাজ্যে ‘করোনাভাইরাসে’ মৃতের সংখ্যা এক হাজার ছাড়াল


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা এক হাজার ১৯ জনে দাঁড়িয়েছে। গত একদিনে দেশটিতে আড়াই শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে।<:একুশে মিডিয়া:>
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে শুক্রবার মৃতের সংখ্যা ৭৫৯ থাকলেও শনিবার দেশটির সরকারি পরিসংখ্যানে একদিনে আরও ২৬০ জনের মৃত্যু হয়েছে বলে দেখা গেছে।<:একুশে মিডিয়া:>
করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্যে একদিনে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার ঘটনা এটি। শুক্রবারের সংখ্যা থেকে এ বৃদ্ধির হার ৩৪ শতাংশ বেশি।<:একুশে মিডিয়া:>
দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৮৯ জন। এর মধ্যে এক হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১৩৫ জন।<:একুশে মিডিয়া:>
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে তারা স্বেচ্ছা আইসোলেশনে আছেন।<:একুশে মিডিয়া:>
গত মঙ্গলবার হাঙ্গেরিতে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনের ডেপুটি হেড অব মিশন স্টিভেন ডিক মারা গেছেন। বুদাপেস্টে মাত্র ৩৭ বছর বয়সী এই কূটনীতিকের মৃত্যু হয়।<:একুশে মিডিয়া:>
শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর আক্রান্তের কয়েক ঘণ্টা পর স্বাস্থ্যমন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর আসে।<:একুশে মিডিয়া:>
শুক্রবার সন্ধ্যায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক তার টুইটারে বলেন, আমার শরীরে করোনাভাইরাসের বড় লক্ষণ ছিল না। তবে পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। এখন আমি স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করব।<:একুশে মিডিয়া:>





একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages