একুশে মিডিয়া, প্রবাসী রিপোর্ট:
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে কাতার সরকার।<:একুশে মিডিয়া:>
স্থানীয় সময় রোববার কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদকে ডেকে নিয়ে গিয়ে এই সমবেদনা জানান কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোলওয়াহ বিনতে রশিদ আল খাতর। তিনি করোনা সংকট ব্যবস্থাপনা পরিচালনার সুপ্রিম কমিটির মুখপাত্র দায়িত্ব পালন করছেন।<:একুশে মিডিয়া:>
কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি নাগরিক মারা যাওয়ায় তার পরিবার, বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ সরকারের কাছে সমবেদনা জানান।<:একুশে মিডিয়া:>
সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতার করোনা আক্রান্ত নাগরিকদের উচ্চমানের স্বাস্থ্যসেবা সরবরাহ করে যাচ্ছে।<:একুশে মিডিয়া:>
সব নাগরিকের নিরাপত্তার জন্য কাতার সরকার যে পদক্ষেপ নিয়েছে, সেজন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।<:একুশে মিডিয়া:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>
ভুয়া খবর!
ReplyDelete