দেশে করোনাভাইরাস সন্দেহে ৪ জন কোয়ারেন্টাইনে ৮ জন আইসোলেশনে রাখা হয়েছে - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 10 March 2020

দেশে করোনাভাইরাস সন্দেহে ৪ জন কোয়ারেন্টাইনে ৮ জন আইসোলেশনে রাখা হয়েছে


একুশে মিডিয়া, রিপোর্ট:
করোনাভাইরাস সন্দেহে বাংলাদেশের চারজনকে কোয়ারেন্টাইনে এবং আটজনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।<:একুশে মিডিয়া:>
করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি ও স্বাস্থ্য সতর্কতা বিষয়ে মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।<:একুশে মিডিয়া:>
করোনা আক্রান্ত তিনজন শঙ্কামুক্ত আছেন জানিয়ে তিনি বলেন, দেশের তিন করোনা রোগীর অবস্থা স্থিতিশীল। তারা একটি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। ওই তিনজন ছাড়া আরও আটজন আইসোলেশনে আছেন।<:একুশে মিডিয়া:>
ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, ২৪ ঘণ্টায় আমরা আরও সাতজনের নমুনা পরীক্ষা করেছি। তাদের কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাইনি। সব মিলিয়ে আমরা ১২৭ জনের নমুনা পরীক্ষা করেছি। এখন পর্যন্ত তিনজনের শরীরেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে।<:একুশে মিডিয়া:>
গত রোববার বিকালে দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হওয়ার ঘোষণা দেয় আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালিফেরত। তাদের কাছে থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।<:একুশে মিডিয়া:>
আজ আইইডিসিআর পরিচালক জানান, ইতালি থেকে আসা প্রবাসী বাঙালিদের কাছাকাছি এসেছেন— এমন চারজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়া বিদেশ থেকে আসা আরও বেশ কিছু ব্যক্তিকে বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তবে কতজনকে বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে, সে সংখ্যা তিনি জানাননি।<:একুশে মিডিয়া:>
মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় সাতজনের নাক-মুখের লালা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কেউ আক্রান্ত হয়নি।<:একুশে মিডিয়া:>






একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages