রেখা মনি, রংপুর:
রংপুরে মাদকব্যবসায়ীর হাতে খুন বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীসহ এলাকাবাসীরা।মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের আবিরের পাড়া এলাকায় ছাগলের ভুট্টা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে রুস্তুম আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পুলিশ মাদকসম্রাট জাহাঙ্গীরসহ তিন নারীকে গ্রেফতার করেছে।
মানববন্ধনে স্থানীয়রা বলেন-রুস্তম আলীর ভুট্টা খেত ছাগলে খাওয়ায় প্রতিবেশি জাহাঙ্গীরের একটি ছাগল খোয়ারে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে রুস্তমের বাড়িতে গিয়ে হামলা করে। হামলায় গুরুত্বর আহত অবস্থায় রুস্তমসহ তার পরিবারের অপর দুজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় রুস্তম মারা যান।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীরা হত্যাকারীর ফাঁসির দাবিতে দর্শনা-ভেন্ডাবাড়ি সড়কে মানববন্ধন করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment