রেখা মনি, রংপুর:
রংপুরের মিঠাপুকুর ১৭ নং ইমাদপুর ইউনিয়ন বি এন পি র উদ্যোগে এলাকার কিছু দানশীল ব্যাক্তির সহযোগিতায়, করোনা ভাইরাস এর কারনে, কর্ম হীন কিছু অতি দরিদ্র, অসহায়, পরিবার কে এক বেলার খাবার (চাল,ডাল,আলু করলা তেল, সাবান) বিতরণ করেন।
এই উদ্যোগে সহযোগিতা করেছেন তোফাজ্জল হোসেন, ফজলার রহমান, আরেজুল ইসলাম,মানিক মন্ডল, এনামুল হক সাবু, সহজাহান সিরাজ, সাজ্জাদুল আলম, আরিফুল ইসলাম আরিফ, ডঃলুৎফর রহমান, আবুবকর সিদ্দিক, ফজলার, জুয়েল, রিয়াদ, শামি ম, রবিউল, রাজু মিয়া, রাজ্জাক, বক্তা্রুজ্জামান মিলন, ডাঃরেজাউল, ছাদেকুল, আশিকু র, তপু মন্ডল, শওকত, সুরু্জ মিয়া সহ সকলে যারা করোনায় কর্ম হীন দরিদ্র অসহায় পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়ীয়েছে।
এ ভাবে সমাজের টাকা ওয়ালা,ধণী,মানুষরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিত এই অসহায় মানুষ গুলোর সমস্যা মোকাবেলা সহজ হতো। আজকে যারা আ্থিক সহযোগিতা করেছেন,সেই দানশীল মানুষ গুলো সহ, ১৭ নং ইমাদপুর ইউনিয়ন বি এন পি র নেতা,কর্মি সকলকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাচ্ছি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment