মাওলানা যুবায়ের আহমেদ আনসারীর জানাজার এক অংশ |
একুশে মিডিয়া, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
মাওলানা যুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লাখো মানুষ অংশ নেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কয়েকটি গ্রামের মানুষকে ১৪ দিন ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।<:একুশে মিডিয়া:>
শনিবার রাতে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।<:একুশে মিডিয়া:>
ইউএনও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে উপজেলার বেড়তলা গ্রাম, সীতাহরণ, বলিবাড়ি, শান্তিনগর ও বগইর গ্রামে আমরা মাইকিং করে বলে দিয়েছি কেউ যেন ঘর থেকে বের না হয়। আগামী ১৪-১৫ দিন তারা যেন এই কোয়ারেন্টিন মেনে চলে।<:একুশে মিডিয়া:>
তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্যদের নেতৃত্বে যুবসমাজের ব্যক্তিদের দিয়ে আমরা কমিটি গঠন করে দিচ্ছি। তারা যেন নিত্যপ্রয়াজনীয় পণ্যগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেন। তাদের সুরক্ষার জন্য একান্তই হাসপাতালে যাওয়ার প্রয়োজন ছাড়া কেউ যেন বের না হয়। আমরা হ্যান্ডমাইক ব্যবহার করে সবাইকে বলে দিয়েছি।<:একুশে মিডিয়া:>
তিনি আরও বলেন, যেহেতু অনেক মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে এখানে (বেড়তলা) ছিল। তাই এই এলাকার মানুষগুলো যেন স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেদের এড়িয়ে চলতে পারেন সে জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি।<:একুশে মিডিয়া:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>
No comments:
Post a Comment