ফটিকছড়িতে ফোন করলেই ত্রাণ যাবে করোনায় অসচ্ছল হয়ে পড়া পরিবারে - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 5 April 2020

ফটিকছড়িতে ফোন করলেই ত্রাণ যাবে করোনায় অসচ্ছল হয়ে পড়া পরিবারে


মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
ধীরে ধীরে পৃথিবী সম্মুখীন হচ্ছে চরম এক পর্যায়ে, অচল হয়ে পড়েছে পুরো বিশ্ব, ঘরবন্দি লকডাউনের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে জীবন, বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের আয়ের উৎস, এমন সময়ে ফটিকছড়িতে যাদের ঘরে খাবার নেই তাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে হটলাইন নাম্বার, ফোন করলেই ত্রাণ পাবে সচ্ছলরা।
রবিবার(০৫ মার্চ) ফটিকছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফটিকছড়ি উপজেলা কোভিট-১৯ (করোনা ভাইরাস) জনিত উদ্ভুত পরিস্থিতিতে কর্মহীন শ্রমজীবী মানুষ/ পরিবার যারা ইতোমধ্যে কোনপ্রকার মানবিক সহয়তা প্রদানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে (হটলাইন নাম্বার- ০১৮৮৮০০৩৯৬৯)। মানবিক সহযোগিতার জন্য হটলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মানবিক সহায়তা বিতরণের ক্ষেত্রে সহায়তা গ্রহীতার পরিচয় গোপণ রাখা হবে।
মানবিক সহায়তা বিতরণের ক্ষেত্রে যে বিষয়গুলো কঠোরভাবে অনুসরণ করা হবে>>
০১.যারা সচ্ছল পরিবার কিন্তু বর্তমান পরিস্থিতিতে অসচ্ছল হয়ে পড়েছেন এই মানবিক সহায়তা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য।
০২.কর্মহীন শ্রমজীবী মানুষদের অগ্রাধিকার প্রদান করা হবে।
০৩.যে ব্যক্তি/ পরিবার একবার মানবিক সহায়তা পেয়েছেন; তাদের কোনভাবেই এ সহায়তা প্রদান করা হবেনা।
০৪.ইতোপূর্বে মানবিক সহায়তা পেয়েছে কিনা তা সংশ্লিষ্ট এলাকার মেয়র/ চেয়ারম্যান /কাউন্সিলর/ মেম্বারগণ নিশ্চিত হয়ে সহায়তা বাড়ি পৌছে দিবেন।
০৫.কেউ ভূল তথ্য দিয়ে মানবিক সহায়তা নিতে চেষ্টা করলে এবং তা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সায়েদুল আরেফিন জানান, এমন মহামারীতে গরীবরা যেভাবে দূর্ভোগে পড়েছে তেমনি মধ্যবিত্ত পরিবার গুলার ঘরেও দেখা দিয়েছে খাদ্য সংকট কিন্তু সে ব্যক্তি /পরিবার তা লজ্জায় কাউকে প্রকাশ করতে পারছেন না, তাছাড়া যার সচ্ছল পরিবার কিন্তু বর্তমানে অসচ্ছল হয়ে পড়েছে এমন ব্যক্তি/পরিবার গুলো হটলাইনে ফোন করলেই পৌছে যাবে ত্রাণ সহায়তা।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages