সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্ক হোন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুল ইসলাম তুহিনের নিজ অর্থায়নে বেলকুচিতে ২ শতাধিক গরীব দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও সামগ্রী বিতরণ করেন।
রবিবার (৫ এপ্রিল) বিকালে বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ী ইউনিয়নে কে,সি শালদার তার নিজ বাড়ি থেকে বিভিন্ন গ্রামের কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, মাস্ক, সাবান বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, মহোয়ার ইসলাম শামীম, কেরামত তালুকদার, নুরেল আলম, মনিরুল ইসলাম সোহেল, বিপ্লব সরকার, শাহাদ্য হোসেন, শরিফুল ইসলাম, মনিন আকন্দ, উজ্জল মোল্লা প্রমূখ।
এ সময় সমাজ সেবক নুরুল ইসলাম তুহিন বলেন, আমার সাধ্যমত যতটুকু পরেছি এই কর্মহীনদের মানুষের পাশে এসে দাড়িয়েছি। যারা বিত্তবান মানুষ আছেন তারা নিজ নিজ উদ্যোগে এই কর্মহীনদের পাশে এসে দাড়ান। এবং করোনা ভাইরাস থেকে বেঁচে থাকতে হলে সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment