গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 4 April 2020

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও


একুশে মিডিয়া, গাইবান্ধার রিপোর্ট:
গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মার্চ) রাতে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।<:একুশে মিডিয়া:>
নিহতরা হলেন- ওই গ্রামের বাদল চন্দ্র সরকারের স্ত্রী সাধনা রানী (৬০) ও তাদের ছেলে উৎপল কুমার (১৮)।<:একুশে মিডিয়া:>
স্থানীয়রা জানান, সাদুল্লাপুরে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে প্রতিবেশী মনি মিয়ার জমিতে শুক্রবার বিকেলে কীটনাশক দিতে যান উৎপল কুমার। এ সময় পার্শ্ববর্তী এসএসবি ইটভাটার পড়ে থাকা অবৈধ বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উৎপল সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তার মা সাধনা রানী সন্ধ্যার পরে ছেলেকে খুঁজতে বের হন। মাঠে গিয়ে দেখেন উৎপলের নিথর দেহ মাটিতে পড়ে আছে। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। পরে রাতে মা-ছেলের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।<:একুশে মিডিয়া:>
এদিকে এলাকার প্রভাবশালীরা ঘটনাটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করালে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।<:একুশে মিডিয়া:>
স্থানীয় যুবক প্লাবন ইসলাম জানান, এসএসবি ব্রিকস-এর মালিক শহিদুল ইসলাম বাবলা গত ৭-৮ মাস আগে তড়িঘড়ি করে ইট ভাটাটি চালু করেন। সে সময় তিনি পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ অবৈধভাবে জমির ওপর দিয়ে বাঁশের খুঁটির সাহায্যে বিদ্যুৎ সংযোগ নেন ইটভাটায়। এ নিয়ে স্থানীয় ও জমির মালিকরা বারবার অভিযোগ করা সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা নেননি। ঘটনার পর থেকেই ইটভাটার মালিকসহ প্রতিষ্ঠানের কর্মচারীরা ঘা ঢাকা দিয়েছেন।<:একুশে মিডিয়া:>
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।<:একুশে মিডিয়া:>


একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages