আল আমিন মুন্সী:
করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া নরসিংদীর পলাশ উপজেলার প্রতিটি এলাকায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
মঙ্গলবার সকালে জিনারদী ইউনিয়নের গাবতলি গ্রামের কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী প্রমুখ।এসময় নেতাকর্মীরা জানান, ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপের পক্ষ থেকে নরসিংদী-২ নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামের কর্মহীন মানুষের মাঝে চাল,ডাল, পেঁয়াজ, তেল, আলু ও সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। যা দেশের এই ক্রান্তিলগ্ন থাকা পর্যন্ত অব্যাহত থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment