মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জ উপজেলার সদর বাজারে প্রতিদিনই লেগে থাকে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়। মনে হয় বাজার নয় ভুল করে মেলায় চলে এসেছি। সারাক্ষণই ঈদের মত জমজমাট।
রবিবার বেলা সাড়ে ১০ টায়, নবাবগঞ্জ উপজেলা পরিষদের পাশেই সরকারি নিষেধাজ্ঞা অমান্যকরে চলছে কেনাবেঁচা। মানুষের সরগরমে মনে হয় চলছে ঈদের কেনাকাটা।
দুরূত্ব বজায় রাখার নির্দেশ থাকলেও, সেদিকে খেয়াল নেই কোন ক্রেতা ও বিক্রেতার। তারা কি পন্য কেনাবেঁচা করছে নাকি প্রাণঘাতী করোনা বহন করে নিতে এসেছে। ক্রেতা সামসুল হক বলেন, লকডাউন থাকায় প্রতিদিনই পন্যের দাম বৃদ্ধি পাচ্ছে তাই প্রয়োজন মত পন্য ক্রয় করতে এসেছি। সবজি বিক্রেতা আলম জানায়, মাক্স লাগানো থাকলে ক্রেতাদের সাথে কথা বলতে কষ্ট হয়। এজন্য মাক্স বাক্সের ভিতর রেখেছি।
ব্যাবসায়ী আবুল বাসার বলেন, সরকারের নির্দেশ আমাদের মান্য করা একান্ত কাম্য। এমনইতি এ উপজেলায় দুই ব্যাক্তির শরীরে করোনা সনাক্ত হয়েছে। আমাদের উচিৎ দুরূত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করা নয়লে আমরা নিজেরাই পন্যের সাথে বহন করে নিয়ে যেতে পারি করোনা ভাইরাস।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment