নাসির উদ্দীন, সৌদি আরব প্রতিনিধি:
সৌদি আরবে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ১০৮৮ জন, দেশটিতে সর্বমোট আক্রান্ত ৯৩৬২ জন। আজকের মৃত ৫ জন, সর্বমোট মৃত্যুর সংখ্যা৯৭ জন। আজ সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৬৯ জন, সর্বমোট সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৩৯৮ জন।
সৌদি আরবের প্রদেশ গুলোতে করোনা ভাইরাসে’র আক্রান্তের সংখ্যা রিয়াদ ৮৫ জন, মক্কা ২৫১ জন, জেদ্দা ২১০জন, মদিনা ১৭৭ জন, দাম্মাম ১৯৪ জন, হাইল ৪ জন, আনাইজা ৩ জন, তাবুক ২ জন, দাহারান ৪ জন, খারিজ ১ জন, তায়েফ ৭ জন, হফুফ ১২৩ জন, জুবাইল ৩ জন, ইয়ান্বু ৬ জন, রস তনুরা ৩ জন, অন্যান্য ৬ জন, জুলফি ৯ জন। সর্বশেষ পাওয়া খবর।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment