বাঁশখালীতে প্রকৃত দরিদ্র খোঁজে ত্রান দিচ্ছে থানা পুলিশ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 29 April 2020

বাঁশখালীতে প্রকৃত দরিদ্র খোঁজে ত্রান দিচ্ছে থানা পুলিশ


একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
এবার বাঁশখালীতে থানা পুলিশে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। প্রথমে সাদা পোশাকে বিভিন্ন বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিয়ে পরে আবার খাদ্যসামগ্রী নিয়ে হাজির হচ্ছে।
তারই ধারাবাহিকতায় করোনাভাইরাস ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া সাধারণ ও অসহায় মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে বাঁশখালী থানা পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) বিকালে পৌরসভার উত্তর জলদী এলাকায় এ খাদ্যসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আফরুজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মফিজ উদ্দিন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল উদ্দীন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, ‘করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষগুলোর সংকটের কথা বিবেচনা করে পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেকোনো দুর্দিনে পুলিশ জনগণের বন্ধু হিসাবে আপনাদের পাশে থাকবে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages