রেখা মনি, রংপুর:
রংপুরে আড়াই লাখ টাকার টিসিবি’র পণ্যসহ আব্দুল হালিম নামে সায়ীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে নগরীর পশ্চিম খাসবাগ (তিনমাথা) এলাকা থেকে এসব মালামাল এক বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন ডিবি’র অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, তিনমাথা পশ্চিম খাসবাগ এলাকার তুহিন ট্রেডাসের মালিক আব্দুল হালিমের ব্যবসা প্রতিষ্ঠানে টিসিবি’র পণ্যগুলো মজুদ করা হয়েছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ বস্তা চিনি,১০৬ কার্টুন সোয়াবিন তেল ও এক বস্তা ডাল উদ্ধার করা হয়।
এসময় দোকান মালিক আব্দুল হালিমকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত মালামালগুলো টিসিবি’র ডিলার আজমল হোসেন ও আনোয়ার হোসেনের। তারা পলাতন রয়েছে। পুলিশের সহাকারি কমিশনার আলতাফ হোসেন জানান, আটকতৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। ডিলার দুজনকে আটকের চেষ্টা চলছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment