সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তার শিক্ষাগত যোগ্যতা বি.এ (অনার্স) পাস কিন্তু নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী এইচইএসসি পাস! জানি না কোনটি সাঠিক?
অন্যদিকে পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীকে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে চিনি কিন্তু সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্য ভিত্তিতে তাহার জন্ম তারিখ ০৭/০৮/১৯৮৩! ভোটার তথ্য অনুযায়ী জন তািরখ:২৫/০১/১৯৫২। জানি না কোনটি সাঠিক?
বাঁশখালী পৌরসভা সরকারি ওয়েবসাইট থেতে সংগ্রহীত তথ্য |
ভোটার তালিকা থেকে সংগ্রহীত তথ্য |
সরকারি ওয়েবসাইট, নির্বাচনী হলফনামা ও ভোটার তালিকা থেকে সংগ্রহিত তথ্য।
তথ্য সেবা থেকে বঞ্চিত বাঁশখালীর সচেতন নাগরিক!
একুশে মিডিয়া’র সঙ্গে থাকুন বিস্তারিত সঠিক তথ্য নিয়ে আর একটি নিউজ প্রকাশ করার চেষ্টায় আছি আমরা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment