দেশে করোনা সংক্রমণ ১ হাজার ছাড়াল, মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 14 April 2020

দেশে করোনা সংক্রমণ ১ হাজার ছাড়াল, মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬


একুশে মিডিয়া, রিপোর্ট:
বাংলাদেশে আজ করোনাভাইরাস শনাক্ত হওয়ার ৩৮তম দিনে এসে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ আরও বেড়েছে, আর এ সময় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বেড়েছে।<:একুশে মিডিয়া:>
সরকারের আইইডিসিআর এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২০৯ জন।<:একুশে মিডিয়া:>
ফলে মঙ্গলবার পর্যন্ত মোট শনাক্ত রোগী শনাক্ত হয়েছেন ১,০১২ জন।<:একুশে মিডিয়া:>
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন রোগী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে।<:একুশে মিডিয়া:>
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত কেউ নতুন করে সুস্থ হননি।<:একুশে মিডিয়া:>
এখনো পর্যন্ত দেশের ৩৮টি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
আইইডিসিআর-এর পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮০৪টি, ১৯০৫টি পরীক্ষা করা হয়েছে।<:একুশে মিডিয়া:>
সংক্রমণ শুরুর পর থেকে এপর্যন্ত সবমিলিয়ে ১৩১২৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।<:একুশে মিডিয়া:>
গত ২৪ ঘণ্টা থেকে নতুন করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন।
সবমিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২৬১৮ জন।<:একুশে মিডিয়া:>
আইইডিসিআরের ব্রিফিং-এ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বিস্তারিত জানিয়েছেন আজ।<:একুশে মিডিয়া:>
তিনি জানিয়েছেন বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন সবমিলিয়ে ২৬ হাজার ৭৫২ জন।<:একুশে মিডিয়া:>
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯ জনকে।<:একুশে মিডিয়া:>
সবমিলিয়ে মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন।<:একুশে মিডিয়া:>
সংক্রমণ শুরুর পর থেকে সবমিলিয়ে কোয়ারেন্টিনে হয়েছে ৯০৫৮১ জনের।
এখনো পর্যন্ত ঢাকাতেই সবচেয়ে বেশি আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। ঢাকা শহরে সবমিলিয়ে এখন আক্রান্তের সংখ্যা ৩৮৩।<:একুশে মিডিয়া:>
এর মধ্যে পুরানো ঢাকার ওয়ারীতে রয়েছে ২২ জন। ঢাকার কাছে নারায়ণগঞ্জ রয়েছে ১৪৪ জন।<:একুশে মিডিয়া:>
আইইডিসিআর জানিয়েছে নমুনা পরীক্ষা করার ল্যাবের সংখ্যা আরও বাড়াতে যাচ্ছেন তারা।<:একুশে মিডিয়া:>
আরও নয়টি নতুন ল্যাব চালু করা হবে যার মধ্যে ছয়টি হবে ঢাকার বাইরে। সব মিলিয়ে এখন ল্যাবের সংখ্যা ১৯টি। বিবিসি সূত্র একুশে মিডিয়া রিপোর্ট।<:একুশে মিডিয়া:>


একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages