মোঃ গিয়াস উদ্দিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা কার্যালয়ে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যথাযথ প্রস্তুতি নিয়ে অালোচনা ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সকলকে সজাগ থাকার অাহ্বান জানান, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভা কার্যালয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি অারও বলেন, কোম্পানীগঞ্জে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা না গেলেও মহামারী এ ভাইরাস নিয়ে বিশ্বের সকল মানুষ অাতঙ্কিত। ইতিমধ্যে করোনা ভাইরাসে লাখ লাখ মানুষ অাক্রান্ত হয়েছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছে। যদিও কোম্পানীগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকা কেউ এখনো অাক্রান্ত হয়নি তবুও অামাদের সাবধানতা অবলম্বন করতে হবে।
তিনি বলেন, বসুরহাট পৌরসভায় স্থাপিত হোম কোয়ারান্টাইনে ৩৫ জনের মধ্যে ৩৩ জনকে ডাক্তারের পরামর্শে রিলিজ দেয়া হয়েছে। এছাড়া বসুরহাট পৌরসভাসহ সমগ্র উপজেলায় ব্যক্তিগত এবং সরকারীভাবে ব্যাপক ত্রাণ কার্যক্রম চালু আছে।
অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও একটি বেসরকারী হাসপাতাল আইসোলেশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। তিনি অারো বলেন, কোম্পানীগঞ্জে করোনা পরিস্থিতিতে পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। এজন্য খাদ্য সহায়তা, চিকিৎসা, কোন প্রকার অনিয়ম, নিরাপত্তাসহ যে কোন প্রয়োজনে উপজেলা প্রশাসন বা তাঁকে সেটা অবহিত করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। অপরদিকে গ্রামেগঞ্জে ব্যক্তি উদ্যোগে যারা ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় অারো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, ওসি (তদন্ত) মোঃ রবিউল হক সহ প্রমুখ। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের ও জবাবে বলেন, সার্বিক পরিস্থিতিতে তারা সজাগ দৃষ্টি রাখছেন।
উপজেলার প্রত্যেক এলাকাতে ত্রাণ কার্যক্রম অব্যহত আছে। কোথাও কোন সমস্যা হলে ওনাদেরকে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানান। জানানো হয়, প্রত্যেকটা হাট বাজারে অভিযান চালানো হচ্ছে, প্রশাসন দেখলে লোকজন আড়াল হলেও পরে তারা আবার হাটে সমাগম করে। তাই এলাকার জনগণকে ঘরে থাকার জন্য সচেতনত করা হয়েছে। মাঠে সেনাবাহিনীসহ উপজেলা প্রশাসন কাজ করছে। সরকারী নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে প্রশাসন এবার কঠোর পদক্ষেপ নিবে।
এদিকে করোনা পরিস্থিতিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা প্রশাসন, থানা ও সেনাবাহিনী গৃহীত কার্যক্রমে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতান অাশাবাদ ব্যাক্ত করেন।
এছাড়াও সংকট পরিস্থিতিতে গুজব মোকাবেলায় ও বিভিন্ন কার্যক্রমে সাংবাদিকদের ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। এসময় তিনি উপজেলায় কর্মরত সাংবাদিকদের অার্থিক অনুদান প্রদান করেন পাশাপাশি সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অাশাবাদ ব্যাক্ত করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment